Thursday, June 12, 2014

Bogus News 100%


Bogus News 100%




আওয়ামিলীগের গোপন সমর্থক ছিলেন মাইকেল জ্যাকসনঃ


বিশ্ব বিখ্যাত সংগীত শিল্পী মাইকেল জ্যাকসন বাংলাদেশ আওয়ামিলীগের গোপন সমর্থক ছিলেন।
গতকাল এই গোপন সংবাদ আরো গোপন এবং নিরাপদ রাখার জন্য মাইকেলের অফিশিয়াল পেজ তথ্যটি ফেসবুকের সার্ভারে আপলোড করে। 

গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, তিনি নিজের গাওয়া একটি গানও ডেডিকেট করেছিলেন বাংলাদেশ আওয়ামিলীগকে। 

ছবিতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র প্রবাসী আরো একজন আন্ডারকভার আওয়ামী নেতার সাথে মাইকেল হাসিমুখে ছবি তুলছেন।


বিঃ দ্রঃ মতামতের জন্য CotLiveR দায়ী নন। 

Monday, June 9, 2014

হাসুন দিল খুলে...

আম আম কত্ত দাম ...
কেনার আগে ForMaLin যুক্ত দেখে কিনুন।



Thursday, June 5, 2014

Md. Shamsur Rahman | My Self


Md. Shamsur Rahman


                         
My 1st Photograph at Studio

Now I tell something about myself. I will try to share with all of you about me.









I am Md. Shamsur Rahman. 29 years old and born in Nazira Bazar Sikkatuli, Old Dhaka.  I am proud citizen of Bangladesh.

My Childhood Picture
   
My date of birth 8th January, 1985. 
Still i am Single. My hieght 5.7'' feet having black hair. 





   
 We are  
My Brother & Sister
Two Brother
One sister. 
I am last. 






My father Md. Abdul Quayum is a teacher and mother simple housewife. I am successfully complete Master of Business Studies in Accounting under National University. I know little bit Microsoft Word, Excel, Internet browsing etc. At first I want to be teacher but now i am a small business holder of Tasmia Cycle Store with my brother at Nazira Bazar.

Paragon Academy Students

And part time service Paragon Academy (Kindergarten). Now I am trying to earn something from internet marketing, but earning is not satisfactory yet. I worked Union Steel Tubes as an Accountant from 2 years after Graduation, enjoying the job a lot.


I always to find a challenging position to meet my competence, capabilities, skills and education.

I like play computer game, football, cricket. I am interest Traveling home and abroad, shopping, collect stamp and coin. I also watch Tv. hear song and music.

I love gossip and share knowledge with my friend. But I always careful about bad friends. During leisure read jokes and comics. Sometime i take part in social work.


O+

            My Blood Group “O+” Positive. 
        I donate blood Quantum Foundation
            Bangladesh Red Crescent Socity 
                                   & 
               My relatives and friends.



I was a scouts and I successfully participated in the 6th Bangladesh National Scout Jamboree held at the National Training Centre, Mouchak, Gazipur from 5 to 11 February, 1999.

I bid salam of elder and obey them gently. My parents, teacher and every one love me very much. They pray for my bright future.

I want to be a ideal son, ideal citizen and above all ideal man.

In conclusion, I am a very simple man . My motto is “When someone gives you something, do not expect anything in return."

Thanks Everybody ...
Md. Shamsur Rahman

Monday, June 2, 2014

টিউশানির ফাঁকে


আজ নতুন একটা টিউশানিতে যাবে Lui বেতব খুব একটা খারাপ নয়, কনফার্ম হলে ২০০০.০০ টাকা। তাই তার মনটা আজ উৎফুল্ল । বিকেল যখন ৪ টা বেজে ১৫ তখন একটা জিন্স আর টি শার্ট গায়ে দিয়ে রওনা হল বংশালের দিকে। বেশি ঘুরতে হল না ৬২ নং বাসাটা খুঁজে বের করতে। ৩ তলা বাম পাশে ফ্লাটের ডোর বেল বাজাতে গেট খুলে দিল গৃহকর্মী।



- কাকে চাই ?
- এটা কি আকলিমা বেগমের বাসা ?
- হুম।
- আমি 
Lui
- ও আচ্ছা আপনি ভেতরে বসুন আমি খালাম্মাকে ডেকে দিচ্ছি।



ড্রইং রুমটা Simple এবং সাজানো গুছানো। দক্ষিনের দেয়ালে একটা ফুলের ছবি টাঙ্গানো। শুকনো ফুল। ফুলটার খুব পরিচিত কিন্তু নামটা মনে আসছে না। ছবিটার গায়ে একটা লেখা আছে ...

“যখন কাউকে কিছু দিবে তার বিনিময়ে কিছু পাবার আশা করো না।”

এমন সময় আকলিমা বেগম তার ফুটফুটে মেয়েটিকে নিয়ে রুমে ঢুকলেন। আকলিমা বেগম দেখতে Smart মাগার হাসলে উনার দাঁতগুলো গোলান্দের তরমুজের বিচির মত দেখায়। হাসিমুখে আমাকে দেখিয়ে বললেন এটা তোমার টিচার সালাম দাও।

-সালামুআলিইকুম।
-কি নাম তোমার।
- ভাঙা ভাঙা স্বরে জবাব দিল অনামিকা।
-তোমার বাবার নাম কি আম্মু ?
-পাতদিন। (আকলিমা বেগম সাথে বললেন ফারদিন)

পিচ্চিটা খুব Sweet ভাবে কথা , ভালো লাগলো Lui এর। আর আকলিমা বেগমের কথায় রীতিমতো মুগ্ধ হলেন Lui. । তিনি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে থেকে পড়াতে আসতে বললেন।

Lui তার দায়িত্ব খুব ভালো ভাবেই পালন করতে লাগলেন। একদিন Lui অনামিকাকে পড়ানো শেষ করে ঘর থেকে বের হবার পথে একটা মেয়েকে দেখল। ফর্সা ... নাকটা বোচা বোচা টাইপ মাগার বোচা না। চুলগুলো লম্বা এবং একটু কারলি। মাগার সাইজে একটু টুইনা I mean খাটো। Lui দেখে না দেখার ভান করে চলে গেল। পরদিন পড়াতে এসে জানতে পারল মেয়েটি অনামিকার খালা দুইদিনের জন্য তাদের বাসায় বেড়াতে এসেছে। আগ বাড়িয়ে অনামিকা নামটা বলে ফেলল Lui কে । Lui যখন অনামিকাকে পড়াচ্ছিল, তখন Lui কে পর্দার আড়াল থেকে ফলো করছিল। Lui ব্যাপারটা খেয়াল করল আর অস্বস্তিবোধ করতে লাগল।

৭ ফেব্রুয়ারি সন্ধার দিকে Lui এর মোবাইলে একটা কল আসল।
-হ্যালো কেমন আছেন ? (ওপাশ থেকে মেয়ের কণ্ঠ শোনা গেল)
-হুম ভালো। আপনি কেমন আছেন ?
-আমি ভালো আছি। কি করছেন ?
-আপনার সাথে কথা বলি। (Lui বুজতে পারছিল না মেয়েটি কে ? তবুও কথা চালিয়ে যাচ্ছিল)
-একটা হাসি দিয়ে বলল আপনি কি আমায় চিনতে পেরেছেন?
-চিনতে পারব না কেন ?
- বলুনতো আমি কে ?
-আপনি হইলেন বাংলার নারী।
এমন সময় ই লাইনটা কেটে গেল।


Lui রাতে চিন্তা করতে লাগল মেয়েটা কে হতে পারে ?
তার Relative ?
University Friend ?
কে কে ? Who is she ?
মুহুতের মাঝে আবিস্কার করে ফেলল মেয়েটা অনামিকার খালা। মেয়েটার কি নাম যেন বলল ...
কি নাম... কি নাম ... হুম LiyA.

১২ টা বেজে ৫ মিনিট । মোবাইলের রিংটোন বেজে উঠল ।
( ধাক ধাক কারনে লাগা – এটা Lui এর রিংটোন)
অই একই নাম্বার থেকে ফোন।

-Sorry. Mobile এ Balance শেষ হওয়ার কারণে ফোন কেটে গিয়েছিল।
-No Problem বলল Lui.
-এখন বলুন আমি কে ?
- Lui হাসতে লাগল।
- হাসেন কেন ?
- না মানে আজ প্রথম শুনলাম ফোন করে নিজের পরিচয় জানে আমি কে?
-উফ। এখন দানাই পানাই না করে বলে ফেলুন আমি কে ?
-আপনি হলেন LiyA.
(মেয়েটা বিস্ময়ে চুপ থাকল কিছুক্ষন, সেই সাথে ধরা খাওয়ার লজ্জাও পেল।)
-মেয়েটি বলল আমাকে কিভাবে চিনলেন ?
- সব ই Calculas.
-মানে ?
- মানে অসম্ভবকে সম্ভাব করা যদি জলিল মিয়ার কাজ হয়... তাহলে জলিল মিয়া যার মারফত কাজ হাসিল করে উনি হইলাম আমি।

মেয়েটা অনেক্ষন হাসল।
Lui এর কেন জানি মনে হল LiyA এমন করে অনেকদিন হাসে নাই।
LiyA বলল আপনি তো খুব Funny Public.
Lui: ছোট বেলায় পানি বেশি খাইতাম তাই Funny হইসি।
LiyA: হয়েছে আপনার সাথে কথায় পাড়া যাবে না। এখন ঘুমান আর অনেক রাত হয়েছে।
Lui: ঠিক আছে আপনিও ঘুমান। Good Night.
LiyA: Good Night.